শহীদুল ইসলাম মামুন সোনাগাজী, ফেনী।
ফেনীর সোনাগাজীতে জুয়া খেলার অপরাধে নয় জনকে তাৎক্ষণিক সাজা প্রদান করেছেন সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনার আদালত।
গতকাল সোমবার (২১এপ্রিল) রাত ৮টায় বগাদানা ইউনিয়নের কাজীরহাট বাজারের সিরাজ মার্কেটে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত ওই সাজা প্রদান করেন।
জুয়া আইন, ১৮৬৭ সালের ০৪ ধারা মোতাবেক ৯জনকে তিন দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ফেনী জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ওই ভ্রাম্যমাণ আদালত ।
এ সময় মার্কেটের একটি বিশেষ কক্ষ থেকে মার্কেট মালিক মোহাম্মদ সিরাজ সহ ৯জনকে জুয়া খেলা অবস্থায় নগদ টাকা সহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সাজাপ্রাপ্ত হলেন, চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের সায়েদুল হকের পুত্র মো: মাসুদ আলম (৩০), একই গ্রামের আবুবকরের পুত্র শাহজাহান (৪০), আবু তাহেরের পুত্র মোহাম্মদ সিরাজ (৪০), বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের আবুল কালামের পুত্র মোশাররফ হোসেন (২৫), একই গ্রামের আব্দুল কাদেরের পুত্র বেলায়েত হোসেন (৩০), জয়নাল আব্দীনের ছেলে আজগর হোসেন জনি (২৬), মজিদুর রহমানের ছেলে সাখাওয়াত হোসেন (২৮), নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ সিরাজ (৩৮), সোলেমানের ছেলে মোহাম্মদ খলিল (৩৫),সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বায়েজিদ আকন্দ নয় জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।