রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটি, ২০ এপ্রিল ২০২৫(বাসস): আগামী ২৩ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ আয়োজন উপলক্ষ্যে রাঙ্গামাটিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো : রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভা প্রশাসক মো: মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নাদিরা নূর, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড.মামুনুর রশীদ মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মো: আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা প্রতিবন্ধী স্কুলের সাধারন সম্পাদক মো: নুরুল আবছার প্রমুখ।
সভায় আগামী ২৩ এপ্রিল বিকেলে রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। এছাড়া সভায় জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।