মো:তারিক হাসান (ইমন)
কোনাবাড়ী থেকে
গাজীপুরের কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। শ্রমিকদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
রোববার (২০ এপ্রিল) সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা এবং কারখানার ভেতরেই বিক্ষোভে অংশ নেন। এ সময় কারখানার বাইরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।
শনিবার (১৯ এপ্রিল) সকালে প্রথমে কর্মবিরতি শুরু হলেও পরে শ্রমিকরা কাজে ফিরে যান। তবে দুপুর ২টা থেকে তারা পুনরায় কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন, যা বিকেল ৫টা পর্যন্ত চলে। এরপর কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে গেটে একটি নোটিশ টানিয়ে দেয়।
শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে:
বিজিএমইএ কাঠামো অনুযায়ী শতভাগ বেতন গ্রেডিং নিশ্চিত করা, ঈদের ছুটিতে কোনো সাধারণ ছুটি কর্তন না করা, বাৎসরিক পিকনিকের আয়োজন, উপকার ভোগীতায় স্বজনপ্রীতি বন্ধ করা, যোগদানের ভিত্তিতে ছুটির টাকা প্রদান, চলতি মাসেই সব বকেয়া পরিশোধ এবং শ্রমিক ছাঁটাই বন্ধ করা।
তুসুকা গ্রুপের পরিচালক মো. তারেক হাসান বলেন, শ্রমিকদের দাবি পূরণের বিষয়ে আমরা ইতোমধ্যে নোটিশ দিয়েছি। কারখানা খোলা রাখা হলেও তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। আমরা শ্রমিক আইন মেনেই পরিচালনা করি এবং কাউকে ছাঁটাই করা হয়নি।
কোনাবাড়ী থানার ওসি সালাউদ্দিন আহমেদ জানান, শ্রমিকদের দাবিকে কেন্দ্র করে বিক্ষোভ চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে।