নিজস্ব প্রতিবেদক :
দৈনিক বাংলাভূমির সংবাদে চিহ্নিত বন খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, অন্যান্য বন অপরাধীদেরও ছাড় দেওয়া হবে না। গাজীপুরের শ্রীপুর রেঞ্জাধীন গোসিংগা বিট কর্মকর্তা ফরেস্টার হাবিবুর রহমান এ দাবি করেছেন। গত ১৬ এপ্রিল দৈনিক বাংলাভূমি পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত “সরেজমিন ভাওয়াল গড় : ঘুস বাণিজ্যে বেহাত বনভূমি ” শীর্ষক সংবাদের ব্যাখ্যা প্রদানকালে তিনি এসব কথা উল্লেখ করেন। ব্যাখায় ফরেস্টার হাবিবুর রহমান তার এবং স্টাফ মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে দুঃখজনক মন্তব্য করে জানান, কিছু অসাধু লোক বিশেষ সুবিধা না পেয়ে লেনদেনের মিথ্যা অভিযোগ তুলেছে। অভিযুক্তরা সংশ্লিষ্ট সাংবাদিককে বিভ্রান্ত করার পাঁয়তারা চালিয়েছে।তবে ফরেস্টার হাবিবুর রহমান স্বীকার করে জানান, সেখানে বন অপরাধ সংশ্লিষ্ট কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং সে সব ব্যাপারে ব্যবস্থাও নেওয়া হয়েছে।প্রকাশিত সংবাদে উত্থাপিত যে সব দখলবাজ ও বনখেকোদের কথা উল্লেখ করা হয়েছে তাদের কয়েক জনের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তিনি। এ ছাড়াও যাদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেওয়া হয়নি তাদের বিরুদ্ধে উত্থাপিত তথ্য যাচাই পূর্বক খুব দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন ফরেস্টার হাবিবুর রহমান।