শাহান সাহাবুদ্দিন
নিজস্ব প্রতিবেদক
গাজীপুর মহানগরের গাছা থানাধীন ছায়েদানা এলাকায় বিদেশি মালিকানাধীন একটি গার্মেন্টসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত ১২ এপ্রিল (শনিবার) দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে। এঞ্জেল গ্রেস ফ্যাশন নামের ওই পোশাক কারখানাটির মালিক ও ব্যবস্থাপনা পরিচালক ব্রিটিশ নাগরিক গ্রেস চিউক ফাই ১৩ এপ্রিল গাছা থানায় সাধারণ ডায়েরি করেন (জিডি নম্বর: ৬৭৮)।
জিডিতে তিনি উল্লেখ করেন, ইজরায়েলি আগ্রাসনের প্রতিবাদে একটি মিছিল চলাকালে হঠাৎ করে ১৫—২০ জন অজ্ঞাতনামা ব্যক্তি কারখানাটির সামনে এসে অতর্কিতভাবে হামলা চালায়। তারা ইট—পাটকেল ছুঁড়ে কারখানার সিসি ক্যামেরা, জানালার কাঁচ, অ্যাটেনডেন্স মেশিন, ফায়ার ডোর এবং অফিস চত্বরে থাকা একটি প্রাইভেটকার ভাঙচুর করে।
ঘটনার সময় কারখানায় কর্মরতদের নিরাপত্তার স্বার্থে দুপুর ২টার দিকে কারখানাটি সাময়িক ছুটি ঘোষণা করা হয়। কিন্তু ছুটি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মিছিলটি কারখানার সামনে এলে এই হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা কারখানার নিরাপত্তারক্ষীদের বাধা উপেক্ষা করে মারমুখী আচরণ করে এবং মালিক ও কর্মীদের হত্যার হুমকি দেয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। এমনকি কারখানায় আগুন ধরিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানার এক কর্মকর্তা জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯—এ ফোন করেন। খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’