শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > গাজীপুর জেলা আওয়ামীলীগ অফিসে অগ্নি সংযোগ

গাজীপুর জেলা আওয়ামীলীগ অফিসে অগ্নি সংযোগ

শেয়ার করুন


স্টাফ রিপোর্টার:
গাজীপুর জেলা আওয়ামী লীগ অফিসে অগ্নি সংযোগ করেছে কোঠা সংস্কার আন্দোলনকারীরা। আজ রবিবার বিকাল পৌনে ৫টায় গাজীপুর শহরের রাজবাড়ী রোডে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে কোঠা সংস্কার আন্দোলনকারীরা অগ্নি সংযোগ করে।
জানাযায়, সকাল থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকে। অপরদিকে কোঠা আন্দোলনকারীরা জড়ো হতে থাকে শহরের সিবাবাড়ি মোড়ে। দুপুরে জেলা আওয়ামী লীগ অফিস থেকে একদল তরুণ প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র নিয়ে সিববাড়ি এলাকায় কোঠা আন্দোলকারীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আন্দোলনকারী এক ছাত্রের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়। তাছাড়া কয়েকজন আহত হন। এতে আন্দোলনকারীরা পাল্টা হামলা চালালে পূণরায় তারা দলীয় কার্যালয়ে ফিরে আসেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিকাল পৌনে ৫টায় সিববাড়ি থেকে একদল আন্দোলনকারী ছাত্র জেলা আওয়ামী লীগ অফিসে গিয়ে পেট্রোল ঢেলে আগুন দেন। এ সময় জেলা আওয়ামী লীগ অফিসের সামনে জড়ো হওয়া লোকজন প্রাণের ভয়ে দৌড়ে পালায়।
এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আমির হোসেন আমু জানান, জেলা আওয়ামী লীগ অফিস এবং তা সংলগ্ন ১১টি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় জামায়াত শিবিরের লোকজন। পরে স্থানীয় লোকজন পানি ঢেলে আগুন নেবায়।