স্টাফ রিপোর্টার:
গাজীপুর: টানা বৃষ্টি আর দীর্ঘ বছর ধরে এই কাঁচা রাস্তাটি সংস্কার না করায় যেন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে গাজীপুর মহানগর ২৩ নং ওয়ার্ডের মোড়ল পাড়া থেকে ভূমিহীন পাড়ার সংযোগ মাটির রাস্তাটি এলাকার এক মাত্র চলাচলের মাধ্যম।
অভিযোগ রয়েছে, দীর্ঘ বছর ধরে এই রাস্তার কোন উন্নয়ন কাজ হয়নি। ফলে অল্প বৃষ্টিতে কাদামাটিতে পরিণত হচ্ছে। আর এতে করে প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র—ছাত্রী, পথচারীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গাজীপুর মহানগর ২৩ নং ওয়ার্ডের মোড়ল পাড়া থেকে ভূমিহীন পাড়া হয়ে ময়লারটেক নতুন পুলিশ ফাঁড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার দুই পাশে রয়েছে অসংখ্য ঘর—বাড়ী। বর্ষায় কাদামাটির কারণে এলাকার মানুষ ঠিকমতো চলাচল করতে পারছে না। আবার পথচারীদেরও পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
স্থানীয়রা বলছেন, চলাচলে চরম ভোগান্তি হলেও সংস্কারের বিষয়ে কোনো উদ্যোগ নেই স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
স্থানীয় বাসিন্দা লিমন বলেন, এই এলাকার মানুষের চলাচলের একটি মাত্র রাস্তা এটি। সকাল হতে রাত পর্যন্ত এই এলাকার মানুষ চলাচল করে এ রাস্তায়। কিন্তুু চলাচলে সমস্যার সম্মুখীন হলেও দীঘ বছর ধরে সংস্কারের নেই কারো উদ্যোগ।
৬০ উর্ধ এক বৃদ্ধ বলেন, আমার কোনো ছেলে সন্তান নেই তুবুও এই বয়সে আমাকে বাজার করতে এ রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। এ রাস্তাটি খুবই তারাতাড়ি অন্তত্য ইটের সলিং করা প্রয়োজন।