বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পুনর্মিলনী ৩১ মে, চলছে প্রস্তুতি

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পুনর্মিলনী ৩১ মে, চলছে প্রস্তুতি

শেয়ার করুন

রায়হান পারভেজ, স্টাফ রিপোর্টারঃ
কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী আগামী ৩১ মে শুক্রবার বিকাল ৩.০০টায় ঢাকার মানিক মিয়া এভিনিউ, সেচ ভবনে অনুষ্ঠিত হবে। পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে প্রায় ৫ শতাধিকেরও বেশী কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা রেজিস্ট্রেশন করেছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক জনাব রকিবুস সুলতান মানিক জানান, গতকাল ২৮ মে মঙ্গলবার রেজিস্ট্রেশনের তারিখ শেষ হয়েছে। অনুষ্ঠান সফল করতে এখন সকল ধরণের প্রস্তুতির কাজ চলছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব এম. ইনায়েতুর রহিম (মাননীয় বিচারপতি, আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট) এবং সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর আলম (সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়)।

স্মরণিকা উপ-কমিটি’র আহবায়ক ড. রেহেনা খাতুন জানান, অনুষ্ঠানে চমক দিয়ে প্রকাশ করা হবে এবারের স্মরণিকা। স্মরণিকা প্রকাশের সকল কাজ সম্পন্ন করা হয়েছে।

স্মরণিকা প্রকাশ ছাড়াও আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। আমন্ত্রিত অতিথি শিল্পীরা হলেন- সুজিত মোস্তফা, প্রতিক হাসান, পল্লবী সরকার ও অন্তর রহমান। স্মরণিকা প্রকাশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন কার্যক্রমসহ নৈশভোজ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।