আন্তর্জাতিক ডেস্ক:
তীব্র গরমের মধ্যে ভয়াবহ পানির সংকটে পড়েছে দিল্লিবাসী। ঘাটতি মোকাবিলায় জরুরিভিত্তিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দিল্লি সরকার। চালু করেছে জরিমানার বিধানও। ভারতীয় রাজধানীতে বর্তমানে হোসপাইপ ব্যবহার করে গাড়ি ধুলে, বাণিজ্যিক কাজে গার্হস্থ্য খাতের পানি ব্যবহার করলে অথবা ট্যাংক ভরে উপচে পড়লেই দুই হাজার রুপি জরিমানা গুনতে হবে।
বুধবার (২৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পানির অপচয় রোধ করতে তাৎক্ষণিকভাবে ২০০টি দল গঠনের জন্য দিল্লি জল বোর্ডের সিইও এ আনবারসুকে নির্দেশ দিয়েছেন পানিমন্ত্রী অতিশী। এই দলগুলো বিভিন্ন আবাসিক এলাকা পরিদর্শন করবে এবং সুপেয় পানির অপচয় হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে।
পাইপের পানি দিয়ে গাড়ি ধোয়া, ট্যাংক থেকে পানি উপচে পড়া, বাণিজ্যিক কাজে গার্হস্থ্য পানির ব্যবহার এবং নির্মাণকাজে সুপেয় পানি ব্যবহারের মতো ঘটনাগুলো অপচয় হিসেবে বিবেচিত হবে। এই ধরনের কর্র্মকাণ্ডে জড়িত থাকলে দুই হাজার রুপি জরিমানা দিতে হবে।
দিল্লির বাসিন্দাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেছেন, কিছু এলাকা পানি পাচ্ছে না। তাই আমাদের হিসাবী হতে হবে। যেসব এলাকায় দিনে দু’বার পানি পাওয়া যায়, তারা এখন দিনে একবার পাবে। দয়া করে এই কঠিন সময়ে সহযোগিতা করুন। দয়া করে পানি সাবধানে ব্যবহার করুন, একটুও নষ্ট করবেন না।
এর মাত্র একদিন আগেই অতিশী অভিযোগ করেছিলেন, এ মাসে দিল্লিকে তার ভাগের পানির দিচ্ছে না হরিয়ানা সরকার। তিনি জানান, গত ১ মে ওয়াজিরাবাদে পানির স্তর ছিল ৬৭৪ দশমিক ৫, এখন তা কমে ৬৬৯ দশমিক ৮ হয়েছে। এর ফলে বেশ কিছু এলাকায় পানির সংকট দেখা দিয়েছে।
দিল্লির ছয়টি পানি শোধনাগারের একটি ওয়াজিরাবাদে অবস্থিত।
অতিশী বলেন, দিল্লি সরকার হরিয়ানা সরকারের সঙ্গে আলোচনা করছে। কিন্তু হরিয়ানা সরকার এত কথা বলার পরেও পানি ছাড়ছে না। আগামী ১—২ দিনের মধ্যে পানি সরবরাহের উন্নতি না হলে আমরা আদালতে যাবো। আমরা সুপ্রিম কোর্টেও যাবো। এই তীব্র তাপপ্রবাহের মধ্যে পানির স্তর কমতে থাকলে দিল্লি বড় সমস্যায় পড়তে পারে।
বেশ কিছুদিন ধরে তীব্র তাপপ্রবাহে পুড়ছে ভারতের রাজধানী। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছে ঘোরাফেরা করছে। সর্বনিম্ন তাপমাত্রাও প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে অন্তত ২ দশমিক ৮ ডিগ্রি বেশি।
ঔধমড়হবিং২৪ এড়ড়মষব ঘবিং ঈযধহহবষজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
ভারতীয় আবহাওয়া অফিস বলেছে, দিল্লিতে আরও কয়েকদিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে। এই সময়ে জনগণকে তাপের সংস্পর্শ এড়িয়ে চলতে এবং হাইড্রেটেড থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।