স্টাফ রিপোর্টার:
তীব্র তাপদাহে গাজীপুরে তৃষ্ণার্ত গাড়ি চালক ও পথচারীদের মাঝে সুপেয় পানি, স্যালাইন ও তাপদাহে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করেছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেল।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম—আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু, মহানগর যুবলীগের নেতা আতিকুর রহমান খান রাহাত, বাসন থানা যুবলীগের সভাপতি পদ প্রার্থী আব্দুল হালিম মন্ডল, ১৪ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম, ১৫ নং ওয়ার্ডের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, ১৩ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন, যুগ্ম—আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন, যুগ্ম—আহবায়ক মশিউর রহমান মাসুম সহ বিভিন্ন ওয়ার্ড ও থানা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় রাসেল সরকার বলেন, তীব্র তাপদাহে কি করণীয় সে সম্পর্কে অনেকে জানেন না। ফলে গাড়ি চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি করতেই গাজীপুর মহানগর যুবলীগের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে। গাজীপুর মহানগর যুবলীগ সব সময় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরো বলেন, করোনা মহামারীর সময় গাজীপুর মহানগর যুবলীগ অসহায় রোগী/ মানুষের মাঝে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ, নিত্য প্রয়োজনীয় সামগ্রী তথা রান্না করা খাবার সরবরাহ, শ্রমিক সংকটকালে ধান কাটাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে দিয়েছে।