শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > ৩৬ ঘণ্টায় দুই মহাদেশে দুই সংস্করণে রিজওয়ানের ফিফটি

৩৬ ঘণ্টায় দুই মহাদেশে দুই সংস্করণে রিজওয়ানের ফিফটি

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক:

মোহাম্মদ রিজওয়ানকে ‘টি-টোয়েন্টির ফেরিওয়ালা’ বলার সুযোগ নেই। এই তো সেদিনও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে না খেলে পাকিস্তানের হয়ে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে গিয়েছিলেন। যে সিরিজে মূল একাদশে জায়গাই পাননি পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটসম্যান। তবে ‘ক্রিকেটের ফেরিওয়ালা’ হয়তো বলা যেতে পারে। অন্তত এ সপ্তাহে এমনটাই ঘটেছে।

২৭ জুলাই শ্রীলঙ্কায় টেস্ট খেলার ৩৬ ঘণ্টা পরই (টাইম জোনের কারণে ২৮ জুলাই) রিজওয়ান কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলেছেন। শুধু খেলেনইনি, শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্ট অপরাজিত ফিফটির পর গ্লোবাল টি-টোয়েন্টিতেও করেছেন অপরাজিত ফিফটি। দুটোতেই জিতেছে তাঁর দল। ২৪ ঘণ্টার ব্যবধানে দুই মহাদেশে দুই সংস্করণে অপরাজিত ফিফটি রেকর্ড কি না, বলা মুশকিল।

তবে এমন কীর্তি ‘বিরল’ই।ভাবতে পারেন, শুরুতেই বলা হলো রিজওয়ান টেস্ট সিরিজে একাদশে জায়গা পাননি। তাহলে টেস্টে ফিফটি করলেন কীভাবে? কারণটা কনকাসন সাব। কলম্বো টেস্টের তৃতীয় দিন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়ে গেলে রিজওয়ানকে বদলি নামানো হয়। সুযোগটা কাজে লাগিয়ে টেস্টে ১২ ইনিংস পর ফিফটি করেন রিজওয়ান।সেই টেস্টে জয়ের পর রিজওয়ান উড়াল দেন কানাডার উদ্দেশে। সেখানে ভ্যাঙ্কুভার নাইটসের হয়ে করেন ফিফটি। আগে থেকেই ভ্যাঙ্কুভার নাইটসের হয়ে খেলার কথা ছিল রিজওয়ানের। তবে টেস্টের কারণে যোগ দেন ভ্যাঙ্কুভার নাইটসের ৩ ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর।