শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > নরসিংদীতে শিশু সন্তান ও স্ত্রী কে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

নরসিংদীতে শিশু সন্তান ও স্ত্রী কে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

শেয়ার করুন

বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে ১৬ মাস বয়সী ছেলে সন্তান স্ত্রী কে হত্যার দায়ে স্বামী ফখরুল ইসলাম (৩১) কে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
১৮ মে বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক শামীমা পারভীন এই আদেশ দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত ফখরুল ইসলাম সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া গ্রামের মো: সাইফুল্লাহর প্ত্রু।
গত ১৩ ই ডিসেম্বর ২০২১ সালে গভীর রাতে গৃহবধূ রেশমী আক্তার ও তার ১৬ মাস বয়সী সন্তানকে হত্যা পালিয়ে যায় স্বামী ফখরুল ইসলাম। বাড়ির লোকজন ঘরে ঢুকে খাটের ওপর স্ত্রী রেশমী আক্তার ও তার ১৬ মাসের ছেলে সন্তান ফাহিম মাহমুদ সালমানের গলাকাটা মরদেহ দেখতে পায়। খবর পেয়ে থানা পুলিশ দুই জনের মরদেহ উদ্ধার করে। পরে ওই রাতেই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ফখরুলকে আটক করে পুলিশ। এসময় পুলিশের নিকট স্ত্রী ও সন্তানকে হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় নিহত রেশমীর বাবা মো: পারভেজ মিয়া বাদী হয়ে ফখরুল ইসলামকে একমাত্র আসামী করে সদর থানায় হত্যা মামলা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এম.এ.এন অলিউল্লাহ বলেন, এই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২২ সালের ৩১ জানুয়ারি স্বামী ফখরুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণসহ ১৩ কার্য দিবসে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামী ফখরুল ইসলামকে মৃত্যু প্রদান করেন। একই সাথে আসামীকে ২০ হাজার টাকা জরিমানাও করেন।