শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > বৃষ্টির বাগড়া বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে

বৃষ্টির বাগড়া বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্কঃ ইংল্যান্ডের চেমসফোর্ডে বৃষ্টির কবলে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ। যার ফলে খেলা আপাতত বন্ধ রয়েছে। এর আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান করে আয়ারল্যান্ড। তারপর শুরু হয় বৃষ্টি।

২৪৭ রানের টার্গেট তাড়ায় ১৫.২ ওভারে ৬৩ রানে ৩ ব্যাটসম্যানের উইকেট হারায় আয়ারল্যান্ড। মঙ্গলবার টস হেরে প্রথমে ব্যাট করে মুশফিকুর রহিমের (৬১) ফিফটি আর নাজমুল হোসেন শান্তর ৪৪ রানের ইনিংসে ভর করে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রান করে বাংলাদেশ। এছাড়া ৩৪ ও ৩১ বলে ২৭ রান করে করেন মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়। ২১ বলে ২০ রান করেন সাকিব আল হাসান।

৪৪.৫ ওভারে দলীয় ২২০ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে মুশফিকের বিদায়ে স্বীকৃত সব ব্যাটারকে হারায় বাংলাদেশ। এরপর ২৩ রানের ব্যবধানে ফেরেন তাইজুল ও শরিফুল। বাংলাদেশ ৫০ ওভারে ৯ উইকেটে হারিয়ে ২৪৬ রানে ইনিংস গুটায়।