শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কাপাসিয়ায় উপজেলা বিএনপি’র অবস্থান কর্মসূচী পালিত

কাপাসিয়ায় উপজেলা বিএনপি’র অবস্থান কর্মসূচী পালিত

শেয়ার করুন

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর: বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, পূর্ব ঘোষিত ১০ দফা দাবী বাস্তবায়ন এবং আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার দুপুরে তরগাঁও খেয়াঘাট সড়কে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম বেপারী, জেলা ও উপজেলা বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক আফজল হোসেন বেপারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রিজভী আহমেদ দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুজ্জামান বেপারী, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টিক্কা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তরগাঁও খেয়াঘাট সড়কের মোড়ে বেলা আড়াইটায় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অবস্থান নিয়ে প্রতিবাদ করে। এসময় বক্তারা অবিলম্বে সরকারকে পদত্যাগ করে তত্বাবধায়ক সরকারের অধিনে নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখার আহবান জানান। বক্তারা গ্যাসসহ নিত্য প্রয়াজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহনে সরকারের প্রতি জোর দাবী জানান।