শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > পর্যাপ্ত বল না করার বিষয়ে অবশেষে মুখ খুললেন সাকিব

পর্যাপ্ত বল না করার বিষয়ে অবশেষে মুখ খুললেন সাকিব

শেয়ার করুন

ডেস্ক নিউজ:
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ। কিন্তু এই টেস্টে পর্যাপ্ত বোলিং করেননি সাকিব। এবার সেই গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন সাকিব।

পর্যাপ্ত বোলিং না করার বিষয়ে জানতে চাইলে সাকিব বলেন, ‘আমার কাছে কোন ব্যাখ্যা নেই। যখন আপনার কাছে পাঁচ বা ছয়টি বিকল্প থাকে, তখন বেশি ওভার বোলিং করার কি দরকার? আমি মনে করি না এটির প্রয়োজন ছিলো।’

তিনি বলেন, ‘ ২০ উইকেট নেয়ার মত যথেষ্ট বোলার আমাদের আছে এবং তাদের উপর আমার পূর্ণ আস্থা আছে।’ সাকিব আরও জানান, এ ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পরিকল্পনা ছিলো। তার মতে, কিছু পরিকল্পনা কাজ করেছে এবং কিছু করেনি। তবে সব কিছু মিলিয়ে এ ফলে তিনি খুশি।

প্রথম ইনিংসে ১২৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫১ রান করে ম্যাচ সেরা হন মুশফিকুর রহিম। তিনি বলেন, মরা পিচে ভালো বোলিং করেছে বাংলাদেশের বোলাররা।

প্রথম ইনিংসে ৬৫তম ওভারে বল করতে এসে মাত্র তিন ওভার হাত ঘুড়ান সাকিব। প্রথম ইনিংসে তাইজুলের ঘুর্ণিতে ২১৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ৫৮ রানে ৫ উইকেট নেন তাইজুল।