আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলো না বাংলাদেশ, সিরিজ সেরা তাসকিন

রায়হান পারভেজ
স্টাফ রিপোর্টারঃ
আয়ারল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করতে পারলো না বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। শেষ ম্যাচ হারলেও তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো টাইগাররা। প্রথম ম্যাচ বৃষ্টি আইনে ২২ রানে ও দ্বিতীয়টি ৭৭ রানে জিতেছিলো বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে শামীম হোসেনের হাফ-সেঞ্চুরিতে ১৯ দশমিক ২ ওভারে সব উইকেট হারিয়ে ১২৪ রান করে বাংলাদেশ। ৪২ বলে ৫১ রানের লড়াকু ইনিংস খেলেন শামীম হোসেন। জবাবে অধিনায়ক পল স্টার্লিংয়ে ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ১৪তম ওভারেই জয় নিশ্চিত করে আয়ারল্যান্ড। বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে যেকোন ফরম্যাটে প্রথম জয়ের স্বাদ পেলো আইরিশরা। স্টার্লিং ৪১ বলে ৭৭ রান করেন।

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এবারের সিরিজে প্রথম টস জিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেয় স্বাগতিক বাংলাদেশ।

দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে মেহেদি হাসান মিরাজ-মুস্তাফিজুর রহমানের জায়গায় শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনকে একাদশে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ।

ফল : আয়ারল্যান্ড ৭ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : পল স্টার্লিং(আয়ারল্যান্ড)

সিরিজ : তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতলো বাংলাদেশ।

সিরিজ সেরা: তাসকিন আহমেদ(বাংলাদেশ)। বাংলাদেশের পরাজয়ের ম্যাচে ২৮ রানে ১ উইকেট শিকার করেন তাসকিন। সব মিলে তিন ম্যাচে তার শিকার ৮ উইকেট।

শেয়ার করুন

Related News

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫