শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > আশা করি চট্টগ্রামে ভালো খেলব: সাকিব

আশা করি চট্টগ্রামে ভালো খেলব: সাকিব

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হতাশাজনকভাবে হারের পর ৪ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর আশাব্যক্ত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আজ বাংলালিংকের ব্রান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব গ্রহণের সময় এমন মন্তব্য করেছেন সাকিব।

প্রথম ইনিংসে ২৩২ রানের পর বাংলাদেশের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গিয়েছিল ২৫০ রানে। বোলাররাও উল্লেখযোগ্য কোনো সফলতা দেখাতে পারেনি। কুশল সিলভা, মাহেলা জয়াবর্ধনে ও কিথুরুয়ান ভিথানাগের বিধ্বংসী ব্যাটিংয়ে ৭৩০ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছিল লঙ্কানরা। সব মিলিয়ে সময়টা যে খুবই বাজে গেছে, সেটা মেনেই নিয়েছেন সাকিব। আর শেষ করেছেন চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ভালো খেলার আশাবাদ ব্যক্ত করে, ‘গত দেড়-দুই বছরে আমরা এত বাজে খেলিনি। প্রতিটা দলেরই এ রকম বাজে সময় আসে। ঢাকায় আমরা এ রকম একটা বাজে সময়ই কাটিয়েছি। আশা করি চট্টগ্রামে ভালো খেলব।’

শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আজ সাকিবের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে টেলিকম কোম্পানি বাংলালিংক। আগামী দুই বছর বাংলালিংকের হয়ে নানা ধরনের প্রচারণামূলক কর্মকান্ডে অংশ নেবেন সাকিব। ক্রিকেটের পাশাপাশি নতুন এই দায়িত্বটাও উপভোগ করবেন বলেই জানালেন সাকিব, ‘বড় বড় ব্রান্ডের সঙ্গে পার্টনারশিপ আমাকে ভালো খেলতে অনুপ্রাণিত করে। আমি এটা উপভোগ করি।’

বাংলালিংকের সিইও জিয়াদ সাতারা এক সংবাদ সম্মেলনে সাকিবের সঙ্গে নতুন এই চুক্তির ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, চিফ ফিনান্সিয়াল অফিসার ইয়াসির আবদেল হাকিম, চিফ টেকনোলজি অফিসার পেরিহেন এলহামি, মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম এবং বাংলালিংকের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।