ডেস্ক রিপোর্ট:
স্কুল শেষে বাড়িতে ফেরার পথে নিজের স্কুলের গেটের সামনেই বালুভর্তি একটি ট্রাকের নিচে চাপা পড়ে মো. রনি (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১লা ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার ইউরিকো এঞ্জেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রনি ময়মনসিংহের নান্দাইল থানার চৈতনখালী গ্রামের ফরিদ মিয়ার ছেলে। সে কোনাবাড়ী ইউরিকো এঞ্জেল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহতের বাবা ফরিদ মিয়া স্ত্রী-সন্তানদের নিয়ে কোনাবাড়ীর হরিণাচালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করে আজ বৃহস্পতিবার এক দিনের ছুটি ঘোষণা করেছে ইউরিকো এঞ্জেল স্কুল কর্তৃপক্ষ। আজ সকালে স্কুল এলাকায় গিয়ে দেখা যায়, স্কুল গেটের সামনেই পানি দিয়ে ভেজা একটি স্থান। পাশের কয়েকজন এগিয়ে এসে জানান, এখানেই রনিকে ট্রাকটি চাপা দেয়। অনেক রক্ত পড়ে ছিল, তাই ধুয়ে ফেলা হয়েছে। স্কুলে গেটের সামনে বড় ব্যানার সাঁটানো হয়েছে। তাতে লেখা, ‘ইউরিকো এঞ্জেল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র মো. রনি মিয়া ১ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
রনির মা মনোয়ারা বেগম বলেন, ‘আমার পুলা (ছেলে) নিয়া বড় চিন্তায় থাকতাম। পুলাডারে স্কুলে ভর্তি করছিলাম। হেই স্কুলেই ট্রাকের নিচে পইড়া আমার পুলাডা মইরা গেল। অহন আমাগো কী হয়বো। কারে নিয়া থাকুম।’
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপপরিদর্শক শওকত ইমরান বলেন, স্থানীয় লোকজন ট্রাকচালক ও সহকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।