বিশেষ প্রতিবেদক:
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি আবারো করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় কুয়ারেন্টাইনে আছেন। এ সংসদ সদস্যের রোগমুক্তি কামনায় গাজীপুর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ সোমবার (২০ জুন) বাদ যোহর দৈনিক বাংলাভ‚মি’র উদ্যোগে এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, সাংবাদিক মোঃ আব্দুল লতিফ সরকার টুটুল, মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মাসউদুর রহমান, মাওলানা হাফেজ জয়নাল আবেদিন, মাওলানা হাফেজ সিরাজুল ইসলাম, মাওলানা হাফেজ শরিফুল ইসলামসহ শতাধিক হাফেজ ছাত্র। এ সময় তাঁর রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ শাহিন আলম।
অপরদিকে গত রোববার তিনি (রিমি) সুস্থতা কামনা করে নিজ নির্বাচনী এলাকা কাপাসিয়াসহ দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। তাঁর রোগমুক্তি কামনা করে কাপাসিয়ার সকল মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির সহ অন্যান্য উপাশনালয়ে প্রার্থনা করা হয়েছে। এর আগেও তিনি গত বছরের মার্চ মাসে আরো একবার করোনায় আক্রান্ত হয়ে ছিলেন।
সিমিন হোসেন রিমির পিআরও পারভেজ আহমেদ পাপেল জানান, গত বৃহস্পতিবার সকালে এমপি মহোদয় করোনা টেষ্টের নমুনা দিলে বিকেলে করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায় সেই থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে তিনি ঢাকার বাসায় কেয়ারেন্টাইনে রয়েছেন। শরীরে হালকা জ¦র ও গলায় কাশি রয়েছে।

সিমিন হোসেন রিমি এক খোদে বার্তায় দৈনিক বাংলাভূমিকে জানায়, এবারের কোভিড আগের চেয়ে অনেক শক্তিশালী ও ভয়ঙ্কর শরীরকে অনেক দুর্বল করে দেয়। আমি দেশবাসীর কাছে দোয়া চাই সকলেই আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন আমাকে দ্রæত সুস্থতা দান করেন, আমি যেন আবার মানুষের সেবা করতে পারি, তবে কেও ভয় পাবেন না, সচেতন হোন। সেই সাথে তিনি সকলকে স্বাস্থবিধি মেনে চলা বিশেষ করে মাক্স পরার অনুরোধ জানান। আমার নেতা কর্মীদের প্রতি অনুরোধ, আপনারা হতাশ না হয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে আমার শূন্যতাটুকু পূরণ করবেন। ভাল কাজ করে মানুষের কাছে আমার জন্য দোয়া চাইবেন নিশ্চয়ই মহান আল্লাহ্ আমাকে খুব দ্রæত সম্পুর্ণ সুস্থতা দান করবেন।