বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কাপাসিয়ায় দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

কাপাসিয়ায় দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

শেয়ার করুন


আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার
গাজীপুর: কাপাসিয়ায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে গত মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর জাতীয় বিশেষ এ উদ্যোগ গুলো পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়ক, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা ও বিনিয়োগ বিকাশ।
উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি। কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ বিষয়ে উপস্থাপন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া ইয়াছমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লা এবং কর্মশালার সমন্বয়ক ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহিম। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা। কর্মশালায় উপজেলা কর্মরত অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন।