শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > মনোহরদীতে বজ্রপাতে শাশুড়ী নিহত পুত্রবধূ আহত

মনোহরদীতে বজ্রপাতে শাশুড়ী নিহত পুত্রবধূ আহত

শেয়ার করুন

বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি:
মনোহরদীতে বজ্রপাতে একজনের মৃত্যু ও একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ই জুন) বেলা সাড়ে ১১টার দিকে মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দী গ্রামে (নারান্দী বাসস্ট্যান্ড সংলগ্ন বেপারী পাড়া) রোকেয়া (৬৬) নামে এক বৃদ্ধ মহিলা বজ্রপাতে নিহত ও তার পুত্রবধূ আহত হয়েছেন। গুরুতর আহত রোকেয়াকে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত রোকেয়া (৬৬) ওই গ্রামের মৃত শহীদুল্লার স্ত্রী। স্থানীয় সূত্রে জানাযায়, সকাল আনুমানিক ১১টার দিকে বৃষ্টির সময় রোকেয়া বেগম তার পুত্রবধূকে নিয়ে বাড়ীর পাশে ছাগলের খাবার সংগ্রহের জন্য গাছের পাতা কাটতে গেলে হঠাৎ ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে তার শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায় ও তার পুত্রবধূ আহত হয়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ উদ্দিন জানান, বিষয়টি তিনি এইমাত্র জেনেছেন। বিস্তারিত খোঁজ খবর নিয়ে জানাবেন।