মো.মনিরুল আলম
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাও মেঘনা টুল প্লাজা এলাকা থেকে নারায়ণগঞ্জ সোনারগাও-বন্দর (খ) সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেনের নেতৃত্বে সঙ্গিয়ে ফোর্সসহ ৬ জুন সোমবার রাত পৌনে ১২টায় ৯৫০ পিস ইয়াবাসহ মো.আরিফ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ সদর পশ্চিম গোদারবিল গ্রামের মোহাম্মদ আলী পুত্র।
পুলিশ সূত্রে খোঁজ নিয়ে যানাযায়, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে সোমবার রাত্রে কক্সবাজার থেকে মাদকের একটি বড় চালান নারায়ণগঞ্জ হয়ে ঢাকা নিয়ে যাবে। তাকে গ্রেফতার করতে সঙ্গিয়ে ফোর্সসহ নারায়ণগঞ্জ (খ) সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে সোনারগাও মেঘনা টুল প্লাজা এলাকা থেকে সোমবার রাতে একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে ৯৫০ পিস ইয়াবাসহ মো.আরিফ নামে এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ।
পরে গ্রেফতারকৃত মদক ব্যবসায়ী ও জব্দ করা ৯৫০ পিস ইয়াবাসহ সোনারগাঁও থানায় সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার মদক আইনে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হবে।