শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুরে চাল বাজারে ৬ দোকানীকে জরিমানা

গাজীপুরে চাল বাজারে ৬ দোকানীকে জরিমানা

শেয়ার করুন


স্টাফ রিপোর্টার
গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর চাল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ছয় দোকানীকে আর্থিক জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ আলীর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ছয় চাল ব্যবসায়ীকে লাইসেন্স না থাকা এবং লাইসেন্সর মেয়াদ উত্তীর্ণ থাকায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ফুড গ্রেইন লাইসেন্স না থাকায় চাল ব্যবাসয়ীদের অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারা অমান্য করায় ৬ ধারায় সাজা প্রদান করা হয়। মোবাইল কোর্টে মেসার্স পংকজ ট্রেডার্সকে ১০ হাজার, ছামাদ রাইচ এসেন্সীকে ৫ হাজার, মেসার্স সুরাইয়া ট্রেডার্সকে ৫ হাজার, শিউলী ট্রেডার্সকে ১০ হাজার, ফারুক ট্রেডার্সকে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। অভিযানে উপজেলা খাদ্য অফিসের খাদ্য পরিদর্শক মো: নজরুল ইসলাম, সদর উপজেলা খাদ্য পরিদর্শন সোহেল আহমেদ সুফলসহ গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।