শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কাপাসিয়ায় অসমাপ্ত ড্রেনের কারণে জলাবদ্ধতা

কাপাসিয়ায় অসমাপ্ত ড্রেনের কারণে জলাবদ্ধতা

শেয়ার করুন


তাওহীদ হোসেন
কাপাসিয়া প্রতিনিধি
গাজীপুরঃ কাপাসিয়ায় অসমাপ্ত ড্রেনের কারণে একটু বৃষ্টি হলেই কাপাসিয়া পাইলট স্কুলের সামনে জলাবদ্ধতা দেখা দেয়। ফলে গেটের সামনেই পানি জমে থাকে। জমে থাকা পানি দিয়েই ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়।
সরেজমিনে দেখা যায়, পানি নিষ্কাশনের জন্য কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি ড্রেন নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়েছে। এ দুই প্রান্তেই অন্য কোন ড্রেনের সঙ্গে সংযোগ নেই। ফলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের অর্ধেক সড়কই থাকে পানির নিচে।
আবার ড্রেনের উপরের সøাপ না থাকার ফলে ছাত্র-ছাত্রী ও পথ চারিদের ড্রেনের ভিতর পড়ে যেতে দেখা যায়।
এক পথচারি জানান, এ সড়কটি কাপাসিয়ার প্রধান সড়ক। এখানে দু’টি স্কুল রয়েছে। এ জলাবদ্ধতা নিরশনে দ্রæত পদক্ষেপ গ্রহণের দাবি।