স্টাফ রিপোর্টার
বাংলাদেশ বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এমপিও ভুক্তির দাবিতে সোমবার সকাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুল গেইটে আন্দোলন করে শিক্ষকেরা।
শিক্ষক নেতারা বলেন, বিভিন্ন কলেজে প্রায় ৫৫০০/-জন শিক্ষকদের ২১ বছর যাবত এমপিও ভুক্তির বাইরে রাখা হয়েছে। এতে তাদের পরিবার পরিজন নিয়ে নিদারুণ কস্টের মধ্যে চলতে হচ্ছে। তারা বাধ্য হয়েই আজ রাস্তায় নেমেছে। তাদের যুক্তিক দাবি মানা না হলে তারা রাজপথ থেকে সরে আসবে না এমন কি শিক্ষকগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেটের অবরোধ কর্মসূচি পালন করে যাবে। অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন শিক্ষক ফেডারেশনের সভাপতি হারুন -অর-রশিদ, সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল, নেকবর হোসেন, সুকমল সেন প্রমুখ।