শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ১৬ কোটি টাকা চুরির শাস্তি কি?

১৬ কোটি টাকা চুরির শাস্তি কি?

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ এ এক আধুনিক সিঁদেল চোর। সুড়ঙ্গ তৈরি করতে করতে যে পৌঁছে যায় ব্যাংকের ভোল্ট পর্যন্ত। চুরি করতে সক্ষম হয় ১৬ কোটি ৪০ লাখ টাকা। তবে তার দুই বছরের সাধনা বিফলে যায় দুই দিনেই। রোববার কিশোরগঞ্জে সোনালী
ব্যাংকে চুরির ঘটনা প্রকাশ হয়। এত বড় অংকের অর্থ চুরির ঘটনায় তোলপাড় তৈরি হয় সারা দেশে। তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এ টাকা উদ্ধার অভিযান আরও নাটকীয়। কিশোরগঞ্জে চুরি হওয়া টাকা মঙ্গলবার উদ্ধার হয় ঢাকা থেকে। র‌্যাবের অভিযানে উদ্ধার হয় ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা। এ সময় হাবিব ওরফে সোহেল ও ইদ্রিস নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার খলনায়ক হিসেবে এরই মধ্যে চিহ্নিত হয়েছে হাবিব ওরফে সোহেল। আরও কয়েকজনেরও জড়িত থাকার ইঙ্গিত মিলেছে। এখন প্রশ্ন দেখা দিয়েছে, এ ঘটনায় দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি কি হবে? সুপ্রিম কোর্টের আইনজীবী সালেহউদ্দিন জানান, পেনাল কোড অনুযায়ী চুরির অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হবে সাত বছর। ১৬ কোটির বেশি টাকা খোয়া গেলেও কার্যবিধিতে ডাকাতি বলতে যা বোঝায় তেমন কোন ঘটনা এক্ষেত্রে ঘটেনি।