রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > স্যামসাংও আনছে স্মার্ট চশমা

স্যামসাংও আনছে স্মার্ট চশমা

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ গুগলের ইন্টারনেটনির্ভর চশমা ‘গুগল গ্লাস’-এর আদলে স্মার্ট চশমা আনতে যাচ্ছে স্যামসাং। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে এটি বাজারে আসবে। স্যামসাংয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে দক্ষিণ কোরিয়ার ‘কোরিয়া টাইমস’ জানিয়েছে, বার্লিনে ৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ছয় দিনের ‘আইএফএ-২০১৪’ প্রদর্শনীতে নতুন পণ্যটি দেখাতে পারে স্যামসাং। গত বছর একই অনুষ্ঠানে ‘স্মার্ট ঘড়ি’ বাজারে আনার ঘোষণা দিয়েছিল তারা।

স্যামসাংয়ের স্মার্ট চশমা চোখে দিয়ে মোবাইলে কথা বলার পাশাপাশি বার্তাও পড়া যাবে। মিলবে গুগল গ্লাসের মতো আরো বেশ কিছু সুবিধা। তবে স্যামসাং নিজে এ বিষয়ে কোনো তথ্য জানায়নি। টাইমস অব ইন্ডিয়া