শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুরে সালনা হাইওয়ে পুলিশের ৭ই মার্চ উদযাপন

গাজীপুরে সালনা হাইওয়ে পুলিশের ৭ই মার্চ উদযাপন

শেয়ার করুন


মুহাম্মদ আতিকুর রহমান
স্টাফ রিপোর্টার
গাজীপুরে সালনা হাইওয়ে পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।
৭ মার্চ সোমবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালে ৭ই মার্চে প্রদত্ত ভাষণের দিনটিকে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’২২ জাতীয় দিবস হিসেবে উদযাপন উপলক্ষে কালিয়াকৈরের চন্দ্রা মোড়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন। উক্ত আলোচনা সভার উপস্থিত ছিলেন এলাকার মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন বলেন, আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের আজকে এই দিনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান অসীম সাহসীকতার সাথে ঢাকার রেসকোর্স ময়দানে বিকাল ৩.২০ মিনিটে লাখ জনতা উদ্দেশ্যে বজ্রকন্ঠে যে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন তা ছিল মূলত বাঙ্গালী জাতির মুক্তির সনদ। তিনি তৎকালিন রাজনৈতিক পরিস্থিতি বাঙ্গালীর আবেগ ও স্বপ্নকে এক সূত্রে গেঁথে বজ্রকন্ঠে ঘোষণা করেন ”এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।