নরসিংদীতে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৪৭ জনের

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৮৭০ জনে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ২৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে অ্যান্টিজেনে ১৫৩ পরীক্ষায় ৩০ জন ও আরটিপিসিআর ল্যাবে ৯০ পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৪ শতাংশ। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ২৮ জন সদর উপজেলার, ৩ জন রায়পুরা, ৪ জন বেলাবতে, ৭ জন শিবপুরের, ২ জন মনোহরদী ও ৩ জন পলাশের বাসিন্দা।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৬৫ হাজার ৬১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ১০৪৪ জন। এরমধ্যে ৫ জন হাসপাতালে ও বাকী সবাই হোম আইসোলেশনে। এছাড়া হাসপাতালে ভর্তি সন্দেহজনক করোনা রোগীর সংখ্যা ১৮ জন।

জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৭ হাজার ৫৭ জন, রায়পুরাতে ৬৪৬ জন, বেলাবোতে ৮৫৫ জন, মনোহরদী ৯২৩ জন, শিবপুরে ১ হাজার ৬১০ জন, পলাশে ১ হাজার ৭৭৯ জন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২ জন। এর মধ্যে সদরে ৪১ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১৩ জন রয়েছেন।

শেয়ার করুন

Related News

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫