শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কাপাসিয়ায় শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

কাপাসিয়ায় শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

শেয়ার করুন

শামসুল হুদা লিটন
কাপাসিয়া (গাজীপুর)থেকেঃ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে অপ্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রযুক্তিগত কলাকৌশলের উপর অভিষ্ট উপকারভোগী ৪০ জন সদস্যদের নিয়ে কাপাসিয়া উপজেলা পর্যায়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে ।
মঙ্গলবার ( ১১ জানুয়ারি ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, সদস্য নির্বাচন, দল গঠন, দল আত্মনির্ভরতার ক্ষেত্রে ক্ষুদ্র উন্নয়ন ও জীবন জীবিকার উন্নয়ন তার ভূমিকা। সঞ্চয়, পাশ বই, রেজিস্ট্রার লিপিবদ্ধকরণ এবং ব্যাংকে জমা বিষয়ে আলোচনা হয়।
প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান।
প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দিলারা আক্তার ফকির, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন সিকদার, সাংবাদিক আকরাম হোসেন হিরণ প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন উপকারভোগী সদস্য এই প্রশিক্ষণে অংশ নেন ।