রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > দ্বীনি শিক্ষা মানুষকে মাদক-সন্ত্রাস থেকে দূরে রাখে: রাসেল সরকার

দ্বীনি শিক্ষা মানুষকে মাদক-সন্ত্রাস থেকে দূরে রাখে: রাসেল সরকার

শেয়ার করুন

জাহিদ হাসান ভূঁইয়া
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেল বলেন, দ্বীনি শিক্ষা মানুষের ভিতরে না থাকলে মানুষ মাদক-সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। ধর্মীয় শিক্ষা মানুষকে সমস্ত অন্যায় অপরাধ থেকে দূরে রাখে। প্রত্যেকের ভিতরে দ্বীনি শিক্ষা থাকলে আমাদের সমাজটা সুন্দর হবে।

আজ বুধবার দুপুরে আলহাজ্ব সামসুদ্দিন সরকার জামে মসজিদের উদ্যোগে বয়স্ক কোরআন শিক্ষার্থীদের কুরআন শরীফ ছবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সন্তানকে দ্বীনি শিক্ষা গ্রহণ করাবেন, আপনারাও শিক্ষা গ্রহণ করবেন। আমাদের প্রত্যেককেই ধর্মীয় শিক্ষা গ্রহণের ব্যাপারে আগ্রহী থাকতে হবে।

ছবক প্রদান অনুষ্ঠানে সামসুদ্দিন সরকার জামে মসজিদের ইমাম, খতিব, কোরআন শিক্ষার্থীসহ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।