শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি ॥
‘সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের গাজীপুর শাখার উদ্যোগে একটি মিছিল মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে মিছিল শেষে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সদস্য সচিব হারুন অর রশিদের সভাপতিত্বে সদস্য রকিবুল ইসলামের সঞ্চালনায় থানা শাখার সংগঠনক গোলাম মাওলাসহ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া, এক বছরের বেতন ফি মওকুফ, শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে করোনা ভ্যাকসিন দেয়া, সারাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মেডিকেল ক্যাম্প স্থাপন করে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন নিশ্চিত করা, ডিজিটাল নিরাপত্তা আইন প্রত্যাহার করা, জেলায় জেলায় সরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল নির্মাণসহ অন্যান্য দাবি তুলে ধরেন।

উল্লেখ্য, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময়ে ১৯৮৪ সালের ২১ শে জানুয়ারি আত্মপ্রকাশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।