বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > এশিয়ার ‘কুখ্যাত’ মাদককারবারি সে চি লপ নেদারল্যান্ডসে গ্রেফতার

এশিয়ার ‘কুখ্যাত’ মাদককারবারি সে চি লপ নেদারল্যান্ডসে গ্রেফতার

শেয়ার করুন

অনলাইন ডেস্ক ॥
বিশ্বের সবচেয়ে কুখ্যাত মাদক চোরাকারবারি সে চি লপকে (৫৬) গ্রেফতার করেছে নেদারল্যান্ডসের পুলিশ। এশিয়ার এল চেপো নামেও বেশ পরিচিত এই মাদকসম্রাট।

‘ড্রাগ লর্ড’ হিসেবে পরিচিত চীনা বংশোদ্ভূত কানাডার নাগরিক সে চি লোপের বিরুদ্ধে অস্ট্রেলিয়া বহু আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করে। খবর বিবিসির।

দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন তিনি। অবশেষে শুক্রবার তাকে আমস্টারডামের স্কিপোল এয়ারপোর্ট থেকে আটক করা হয়।

সে চি লোপ বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার শীর্ষদের একজন। এশিয়াজুড়ে তার রয়েছে ৭০ বিলিয়ন ডলারের আধিপত্য বিস্তারকারী অবৈধ মাদকের বাজার।

সে চি লোপকে বিচারের মুখোমুখি করার জন্য অস্ট্রেলিয়া এখন প্রত্যর্পণের চেষ্টা করবে। ৫৬ বছর বয়সী সে চি লোপকে অনেক দিন ধরে অনুসরণ করে আসছিল পুলিশ।

গ্রেফতার হওয়ার আগে এক দশকেরও বেশি সময় তার পেছনে লেগেছিল অস্ট্রেলিয়ার পুলিশ।