শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবে সচিবালয় কর্মীরা

কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবে সচিবালয় কর্মীরা

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার হুঁশিয়ারি দিয়েছে সচিবালয়ের কর্মীরা। দাবি পূরণ না হলে, তারা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন করবে বলে জানিয়েছে। সমপ্রতি তারা তিনবার মুখ্যমন্ত্রীর সময় চেয়েও দেখা করতে দেখা করতে পারেননি।

দিল্লি সচিবালয় কর্মীরা ৬ষ্ঠ পে-কমিশন বাস্তবায়ন, চাকরির চুক্তি বিধিসম্মতকরণ এবং দ্রুততম সময়ে সকল বকেয়া মজুরি পরিশোধের দাবি জানিয়েছে। মুখ্যমন্ত্রী তাদের দাবির প্রতি নজর না দিলে ১১ই ফেব্রুয়ারি থেকে লাগাতার প্রতিবাদ কর্মসূচি পালন করার হুঁশিয়ারি জানিয়েছে কর্মীরা।

তারা অভিযোগ করেছেন, বারবার অনুরোধ সত্ত্বেও মুখ্যমন্ত্রী এখনও তাদের সঙ্গে দেখা করার প্রয়োজন বোধ করেনি। ১৬ই জানুরারি শত শত কর্মী দিল্লি সচিবালয়ের সামনে বিক্ষোভ করে। তারা স্লোগান তোলে, আম আদমি এখানে, অরবিন্দ কেজরিওয়াল কোথায়?