শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ একটি নাম। বাংলাদেশ ও বঙ্গবন্ধু একটি অভিন্ন সত্তা। আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যে যারা আঘাত করেছে, তারা বাংলাদেশের হৃদয়ে আঘাত করেছে। তারা বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে। আমার বাংলা মায়ের ওপর আঘাত হেনেছে। তাই বাংলা মায়ের দামাল ছেলেরা বসে থাকতে পারে না।’

শাবান মাহমুদ আরও বলেন, ‘আজ সারাদেশের সাংবাদিক সমাজ জেগে উঠেছে। ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে সারা বাংলার সাংবাদিক সমাজ প্রতিবাদ সমাবেশ করবেন। আমি বিশ্বাস করি যে, সাংবাদিকেরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তারা সবাই এ সমাবেশে অংশ নেবেন। সমাবেশ থেকে সেদিন সাংবাদিকরা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করার সমুচিত জবাব দেবেন।’

সমিতির সভাপতি মামুন শেখের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে সাংবাদিক দীপ আজাদ, সাংবাদিক সাজেদুল ইসলাম রাজু ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বিক্ষোভ সমাবেশে অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।