স্পোর্টস ডেস্ক ॥ নতুন রেকর্ড গড়ে প্রথমবারের মতো ক্যাপিটাল ওয়ান কাপের ফাইনালে উঠলো ম্যানচেস্টার সিটি। আলভেরো নেগ্রেদো ও সার্জিও আগুয়েরোর দারুণ পারফর্মেন্সে মঙ্গলবার সেমিফাইনালের ফিরতি লেগে তারা ওয়েস্টহ্যামকে হারিয়েছে ৩-০ গোলে। ইত্তিহাদে প্রথম লেগের খেলায় ম্যানচেস্টারের দলটি জিতেছিল ৬-০ ব্যবধানে। এতে দুই লেগ মিলিয়ে ৯-০ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করেছে ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনালে এতো বড় ব্যবধানে জিতে ফাইনালে ওঠার এটি নতুন রেকর্ড। আর ম্যানসিটি তাদের ৩৮ বছরের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো লীগ কাপের ফাইনালে উঠলো। ২রা মার্চ ওয়েম্বলিতে তারা ফাইনালে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা সান্ডারল্যান্ডের বিরুদ্ধে। মঙ্গলবার ওয়েস্টহ্যামের মাঠে খেলা শুরু হওয়ার ১৫৪ সেকেন্ডের মাথায় স্বাগতিকদের এগিয়ে দেন নেগ্রেদো। পর্তুগিজ টিনেজার মার্কোস লোপেজের ক্রস থেকে পেনাল্টি এরিয়া থেকে বিদ্যুৎগতিতে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন। প্রথমার্ধের ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অনেক দিন পর ইনজুরি কাটিয়ে দলে ফেরা আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। আর ৫৯ মিনিটে নেগ্রেদো আরও একটি গোল করে ম্যানসিটির বড় জয় এনে দিতে সাহায্য করেন।
ম্যানুয়েল পেলেগ্রিনি ম্যানসিটির দায়িত্ব নিয়ে প্রথম মওসুমেই দারুণ করছেন। আগের ম্যাচে দ্রুততম ৩৪ ম্যাচে ১০০ গোল করে রেকর্ড গড়েছে দলটি। আর মওসুমের প্রতিটি টুর্নামেন্টে তার দল রয়েছে শিরোপার পথে। এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লীগ, প্রিমিয়ার লীগ ও ক্যাপিটাল ওয়ান কাপে রয়েছেন সুবিধাজনক জায়গায়। এই ম্যাচ জিতে তিনি বলেন, ‘এটি খুবই পেশাদারী পারফর্মেন্স। প্রথম লেগে ৬-০ ব্যবধানে জিতেই আমরা চাঙ্গা ছিলাম। ফিরতি লেগে যা দরকার তাই করেছে আমাদের খেলোয়াড়েরা। তবে সার্জিও আগুয়েরোর (ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন আগের ম্যাচে) জন্য এই ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। এদিন সে ৬০ মিনিট খেলেছে।’