শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > পলাশের কৃতি সন্তান শহিদুল শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত

পলাশের কৃতি সন্তান শহিদুল শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত

শেয়ার করুন

বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদী: প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদানের জন্য নরসিংদী জেলার পলাশের কৃতি সন্তান ও ঢাকার জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম দেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ সোমবার (২ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।

জানা যায়, চলতি বছরের ২৫ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ শহিদুল ইসলাম। এর আগে সুনামের সহিত টাঙ্গাইল জেলা প্রশাসক হিসেবে প্রায় দুই বছর দায়িত্ব পালন করেন। সেখানকার জেলা প্রশাসকের দায়িত্ব পালনকালে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসকের স্বীকৃতি পান।

২০১৮ সালের (২৩ সেপ্টেম্বর) রবিবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন ২ শাখার উপসচিব দেওয়ান মাহবুবুর রহমানের প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রথম নতুন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামকে টাঙ্গাইল জেলার প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

মোঃ শহিদুল ইসলাম পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রহমতুল্লাহ। ঘোড়াশাল পাইট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রফিকুল ইসলামের ছোট ভাই তিনি। এই বিদ্যালয় থেকেই ১৯৮৬ সালে এসএসসি পাশ করেন তিনি।