শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > আমলারা সাধারণত শ্রমিকদের পক্ষে থাকে না: শ্রম প্রতিমন্ত্রী

আমলারা সাধারণত শ্রমিকদের পক্ষে থাকে না: শ্রম প্রতিমন্ত্রী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
আমলারা সাধারণত শ্রমিকদের পক্ষে থাকে না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

আজ মঙ্গলবার রাজধানীর ডেমরায় বিজেএমসির বন্ধ ঘোষিত মিলগুলোর অবসরপ্রাপ্ত ও অবসায়নকৃত (গোল্ডেন হ্যান্ডশেক সুবিধাসহ) শ্রমিকদের পাওনা চূড়ান্ত পরিশোধ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

বক্তব্যের এক পর্যায়ে মঞ্চে থাকা বস্ত্র ও পাট সচিবকে দৃষ্টি আকর্ষণ করে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব (লোকমান হোসেন মিয়া) এক সময় খুলনার বিভাগীয় কমিশনার ছিলেন। আমি ওখান থেকেই তাকে বেশি করে চিনি। উনি একজন শ্রমিকবান্ধব সচিব কিন্তু। আমলারা সাধারণত শ্রমিকদের পক্ষে থাকে না। কিন্তু উনি আমলা হলেও এমন কামলা, শ্রমিকদের পক্ষের কামলা উনি।’

বঙ্গবন্ধুকে বিশ্বাস করে আমরা ঠকিনি, বঙ্গবন্ধুর মেয়েকে বিশ্বাস করে আমরা ঠকব না’ বলেন মন্নুজান সুফিয়ান।