বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > লালমনিরহাটে বাল্যবিয়ের দায়ে কাজীর জেল, বরের জরিমানা

লালমনিরহাটে বাল্যবিয়ের দায়ে কাজীর জেল, বরের জরিমানা

শেয়ার করুন

রায়হান পারভেজ
জেলা প্রতিনিধি ॥
লালমনিরহাটে বাল্যবিয়ে রেজিস্টি করায় কাজীর ৬ মাসের জেল ও বরের ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত রবিবার রাতে উপজেলার দলগ্রাম ইউনিয়নের বড়দীঘির পাড় এলাকায় এ রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রবিউল হাসান।

জানা যায়, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের সোনারহাট এলাকার আশরাফুল ইসলাম (২১) একই উপজেলার দলগ্রাম ইউনিয়নের বড়দিঘীরপাড়ের মো. সামছুল হকের নবম শ্রেণি পড়ুয়া মেয়েকে বিয়ে করতে আসেন। এ সময় গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কাজী আবু হানিফকে ৬ মাসের জেল ও বরের নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান জানান, গোপনে সংবাদ পেয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করা হয়েছে। এই উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত রাখতে এ রকম অভিযান অব্যাহত থাকবে।