শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > হারিকেন লরা যেতে না যেতেই ঝড়ের মুখে যুক্তরাষ্ট্র

হারিকেন লরা যেতে না যেতেই ঝড়ের মুখে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

অনলাইন ডেস্ক ॥
কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র উপকূলে তাণ্ডব চালিয়ে গেছে ক্যাটাগরি চার মাত্রার হারিকেন লরা। এর একমাস যেতে না যেতেই আবারও গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের মুখে পড়েছে দেশটি। গততকাল শনিবার ফ্লোরিডা উপকূলের পশ্চিমে তৈরি হয়েছে ক্যাটাগরি এক মাত্রার ঝড় স্যালি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, স্যালির প্রভাবে দেশটির উপসাগরীয় উপকূলে প্রবল বাতাসের পাশাপাশি আচমকা বন্যা ও জলোচ্ছ্বাস দেখা দিতে পারে।

লুইজিয়ানার গভর্নর জন বেল ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পাশাপাশি, আগের ঝড়ের ক্ষত মেটাতে ব্যস্ত স্থানীয়দের নতুন ঝড় এবং মহামারির ঝুঁকি বিষয়ে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এনএইচসি জানিয়েছে, স্যালির প্রভাবে উপসাগরীয় মধ্য উপকূলে ১৫ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ফ্লোরিডা লুইজিয়ানায় বন্যা দেখা দেয়ার আশঙ্কা রয়েছে। আগামী মঙ্গলবার ভূপৃষ্ঠে আঘাত হানতে পারে ঝড়টি।

ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ মাইল বেগে ঝড়ো হাওয়া নিয়ে আঘাত হানতে পারে স্যালি। এর শক্তি গত আগস্টে আঘাত হানা হারিকেন লরার মতো না হলেও ১২ ফুট উচ্চতার জলোচ্ছাস ডেকে আনতে পারে সেটি।

গত মাসে হারিকেন লরা যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপকূলে প্রায় ১৫০ মাইল বেগে আঘাত হেনেছিল। এর প্রভাবে বন্ধ হয়ে গিয়েছিল উপকূলের শত শত তেল স্থাপনা। সূত্র: রয়টার্স।