ওসমান আল হুমাম
জেলা প্রতিনিধি ॥
কক্সবাজার: গত বছরের ১০ সেপ্টম্বর কক্সবাজারের দু’টি থানা উখিয়া টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে থ্রিজি ফোরজি সেবা বন্ধ করে দিয়েছিল, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
নেটওয়ার্ক ফিকোয়েন্সি কমিয়ে দেয়ার পাশাপাশি থ্রিজি-ফোরজি নেটের গতি কমিয়ে ২জি করে রাখা হয়েছিল।
কিন্তু এতে রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও দুই উপজেলা (উখিয়া টেকনাফ)ও এলাকায় থ্রিজি-ফোরজি সেবা বন্ধ করে দেয় নেটওয়ার্ক কোম্পানী গুলো তাতে মোবাইল ব্যবহারকারীদের ভোগান্তির কোন অন্ত ছিল না।
আজ থেকে পুনরায় রোহিঙ্গা ক্যাম্প এরিয়া ও উখিয়া-টেকনাফে থ্রিজি, ফোরজি নেটওয়ার্ক চালু করা হয়েছে।
রবি আজিয়াটার চীফ কর্পোরেট অফিসার শহিদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
‘তিনি বলেন, দীর্ঘ একবছর পর গণমানুষের দাবীর প্রেক্ষিতে (বিটিআরসি) ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশে আজ সকাল থেকে উখিয়া-টেকনাফকে পুনরায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে।’
শুক্রবার বেলা ১০টার দিকে টেলিকমিউনিকেশন কোম্পানীর তরফ হতে জানানো হয়েছে, বিটিআরসিকে পুনরায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৬ আগস্ট বুধবার বিটিআরসি উখিয়া টেকনাফে পুনরায় থ্রিজি, ফোরজি নেটওয়ার্ক সচলের সিদ্ধান্তের বিষয়টি অবগতির জন্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।
উক্ত চিঠির ফলশ্রুতিতে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশে আজ দুপুর থেকে উখিয়া-টেকনাফকে পুনরায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে।’
উল্লেখ্য, গত বছরের ১০ সেপ্টেম্বর মোবাইল কোম্পানীগুলোকে টেকনাফ-উখিয়াতে নেটওয়ার্ক ফিকোয়েন্সি (থ্রিজি, ফোরজি) কমিয়ে টুজিতে নামানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে বিটিআরসির এমন নির্দেশনায় উখিয়া-টেকনাফবাসীর দীর্ঘ দিনের নেটওয়ার্ক বিড়ম্বনা থেকে রেহাই পাওয়াতে জনমনে স্বস্থির চেতনা ফিরিয়ে এসেছে।