শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বঙ্গোপসাগরে ৭ ডাকাত আটক, ৬২ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ৭ ডাকাত আটক, ৬২ জেলে উদ্ধার

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, কক্সবাজার ॥ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতিকালে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৭ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর টহল দল। এসময় ডাকাতির কবলে পড়া তিনটি ট্রলারসহ ৬২ জেলেকে উদ্ধার হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাদিয়া দ্বীপের অদূরে বিশেষ এ অভিযান চালানো হয়। অভিযানে ডাকাতদের কাছ থেকে একনলা বন্দুক, গুলি ও রামদাসহ ৫টি ধারালো অস্ত্র উদ্ধার হয়।

নৌবাহিনী সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে সমুদ্রে টহলরত অবস্থায় নৌ বাহিনীর টহলজাহাজ ‘অপরাজেয়’ ডাকাতির কবলে পড়া এফভি ‘হাজী আনোয়ার’, এফভি ‘আল্লাহর দান’ এবং এফভি ‘নূর জাহান’ নামে তিনটি ট্রলার ডাকাতের কবলে পড়ার খবর পায়। এরপরই অভিযান চালিয়ে সবগুলো ট্রলারসহ বন্দি জেলেদের উদ্ধার করা হয়।

তবে তাৎক্ষণিক ডাকাত ও উদ্ধার হওয়া জেলেদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার জেলে ও ট্রলার এবং আটককৃত ডাকাতদের কুতুবদিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে সোনাদিয়া দ্বীপের অদূরে মাছ ধরার ওই সব ট্রলারে ডাকাতির কথা তারা স্বীকার করেছে।

জেলেদের জিম্মি করে ট্রলারের মালিকদের কাছে দাবি করা ১৪ লাখ টাকা মুক্তিপণ না পেলে জেলেদের মেরে ফেলার হুমকি দেয়ার কথাও স্বীকার করেছে আটক ডাকাতরা।