বৃহস্পতিবার , ১৪ই নভেম্বর, ২০২৪ , ২৯শে কার্তিক, ১৪৩১ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > শনাক্ত ২২৬৫, মৃত ৪৬

শনাক্ত ২২৬৫, মৃত ৪৬

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৬৫ জন এবং মারা গেছে ৪৬ জন। ফলে ভাইরাসটিতে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ ৯২ হাজার ৬২৫ জনে এবং মৃতের সংখ্যা তিন হাজার ৯০৭ জনে পৌঁছালো। পাশাপাশি ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৯৫২ জন করোনা রোগী, এ নিয়ে সুস্থের সংখ্যা পৌঁছালো এক লাখ ৭৫ হাজার ৫৬৭ জনে।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৫৯৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ৩৫৬টি ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৪ শতাংশ। আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৬০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।