স্টাফ রিপোর্টার ॥
পঞ্চগড় সদর উপজেলায় গরু নিয়ে বাড়ি ফেরার পথে বাঘের হামলার শিকার হয়ে কাওছার আলী (২২) নামে এক কৃষক হারিয়েছেন প্রিয় গরুটি। কৃষকটি প্রাণে বাঁচলেও সঙ্গে থাকা গরুটি নিয়ে চা বাগানের ভেতর চলে যায় বাঘটি।
গতকাল বুধবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের মুহুরিজোত গ্রামের দক্ষিণে পরিত্যক্ত একটি চা বাগানে এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেয়া বাঘটি প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা দামের গরুটি নিয়ে যায়।
কৃষক কাওছার আলী উপজেলার পার্শ্ববর্তী গ্রামের উষাপাড়ার আবদুল কালামের সন্তান।
কাওছার বলেন, বুধবার সন্ধ্যায় গরুটিকে মাঠ থেকে বাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ বাঘটি জঙ্গল থেকে বের হয়ে আমার ওপর হামলা কওে এবং আমার গরু নিয়ে চা বাগানের ভেতর চলে যায় বাঘটি।
এলাকাবাসী জানান, একাধিকবার অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। আজ সেই বাঘের থাবায় একটি গরু খোয়া গেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছান সামাজিক বন বিভাগের কর্মী, পঞ্চগড় সদর থানা পুলিশ ও স্থানীয় সমাজসেবক জনপ্রতিনিধিরা।
বন বিভাগের সদর বিট অফিসার সুলতান মাহমুদ বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন বিভাগ কর্তৃক ওই গ্রামের আশপাশসহ গ্রামে গ্রামে জরুরি মাইকিং চলছে। সবাইকে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দিনাজপুর বন বিভাগ থেকে বাঘ শিকারি আনা হবে বলে জানান তিনি।