শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > ভারতে মন্দির রক্ষায় মুসলিম তরুণদের মানবঢাল

ভারতে মন্দির রক্ষায় মুসলিম তরুণদের মানবঢাল

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
বেঙ্গালুরুতে সহিংসতার মধ্যেও দেখা যায় এক অনন্য নজির। হিন্দুদের মন্দিরে যাতে কোনো ধরনের অশান্তি ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য মুসলিম যুবকরা মানবঢাল তৈরি করে মন্দির পাহারা দিচ্ছেন।

এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক শেয়ার হয়েছে।

ফেসবুকে ইসলামবিদ্বেষী পোস্টের প্রতিবাদে ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে ব্যাপক বিক্ষোভ কেন্দ্র করে পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে।

আজ বুধবার সকালে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পন্ত এ ব্যাপারে অবমাননাকর পোস্ট শেয়ারের অভিযোগে নবীন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি কংগ্রেস বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তির ভাইপো।

কংগ্রেস বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তির ভাইপো ফেসবুকে বিশ্বনবী হযরত মোহাম্মদকে (সা.) কটূক্তি করে একটি পোস্ট শেয়ার করায় বিধায়কের বাসভবন ও স্থানীয় থানায় ভাঙচুরের ঘটনা ঘটে।

এ সময় পুলিশের গুলিতে তিনজন নিহত হয়। পাশাপাশি বিক্ষুব্ধ জনতার হাতে অতিরিক্ত পুলিশ কমিশনারসহ ৬০ পুলিশকর্মী আহত হয়েছেন।

পরিস্থিতি সামাল দিতে ডিজে হাল্লি ও কেজি হাল্লি এলাকায় কারফিউ জারি করা হয়েছে এবং গোটা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে ১১০ জনকে গ্রেফতার করেছে।