শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > সাহেদ-পারভেজের আরও ৩০ দিনের রিমান্ড চায় র‌্যাব

সাহেদ-পারভেজের আরও ৩০ দিনের রিমান্ড চায় র‌্যাব

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ শরীফকে ১০ দিনের রিমান্ড শেষে আদালতে নিলে তাকে আরও ৩০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে র‌্যাব।

রোববার সকাল সাড়ে ৯টায় সাহেদকে আদালতের গারদখানায় নেয়া হয়।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজাদ রহমান জানান, সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ তিনটি মামলায় আরও ৩০ দিনের রিমান্ড চাইবে র‌্যাব। অস্ত্র মামলায় সাহেদকে গ্রেফতার দেখানোর আবেদন করা হবে আদালতের কাছে।

আদালতের কার্যক্রম শুরু হলে তাকে কাঠগড়ায় তোলা হবে।

কোভিড ১৯ নমুনা পরীক্ষার নামে জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সাহেদ ও রিজেন্ট গ্র“পের এমডি মাসুদ পারভেজকেও গত ১৬ জুলাই ১০ দিনের রিমান্ড নেয় পুলিশ।

সাহেদের আরেক সহযোগী ও রিজেন্ট হাসপাতালের কর্মী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীর পাঁচ দিনের রিমান্ড শেষে আবার সাতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ, করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, সার্টিফিকেট দেয়া ও রোগীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে রিজেন্ট গ্রুপের দুটি হাসপাতালে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।