শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > টেলিমেডিসিনে এ পর্যন্ত পৌনে দুই কোটি কল গ্রহণ

টেলিমেডিসিনে এ পর্যন্ত পৌনে দুই কোটি কল গ্রহণ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
করোনা সংক্রমণের পর থেকে স্বাস্থ্য অধিদফতর টেলিমেডিসিন সেবা দিয়ে আসছে। জাতীয় কল সেন্টার (৩৩৩), স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩) ও আইইডিসিআরের (১০৬৫৫) হটলাইন নম্বরে এ স্বাস্থ্যসেবা দিয়ে আসছে তারা। করোনাসহ বিভিন্ন রোগে মানুষ মোবাইলে এসব নম্বরে কল করে স্বাস্থ্যসেবা নিচ্ছেন। স্বাস্থ্য অধিদফতর এসব নম্বরে এ পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ১০ হাজার ৪৫০ ফোন কল গ্রহণ করেছে। এর মধ্যে করোনা সংক্রান্ত সেবা দিয়েছে এক লাখ ১৫ হাজার ৯৭৫ ফোন কলে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

টেলিমেডিসিনে এ পর্যন্ত করোনা স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন এক লাখ ১৫ হাজার ৯৭৫ জন।’

বুধবার নাসিমা সুলতানা বলেছিলেন, ‘শুধু করোনা বিষয়ক নয়, সাধারণ যে কোনো স্বাস্থ্য বিষয়ক ফোন গ্রহণ এবং পরামর্শ দেয়া হয়।’

টেলিমেডিসিন সেবায় প্রতিদিন দুই শিফটে ৩৫ চিকিৎসক এবং ১০ স্বাস্থ্য তথ্য কর্মকর্তা মিলে মোট ৯০ জন টেলিমেডিসিনে করোনা সংক্রান্ত স্বাস্থ্যসেবা দিচ্ছেন বলেও ব্রিফিংয়ে জানান নাসিমা সুলতানা।