শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > পানিতে ডুবে গেছে ঢাকার নিউমার্কেট

পানিতে ডুবে গেছে ঢাকার নিউমার্কেট

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ব্যস্ততম শহর, ঢাকার নিউমার্কেট। বছরের শুরুতে করোনার কারণে রমজানের ঈদের বাজারে বেচাকেনা ছিল না। কর্মচারীরা পানি ভেঙে কষ্ট করে এলেও মার্কেটে দুপুর ১২টা পর্যন্ত ক্রেতার দেখা মেলেনি বলে জানান দোকানিরা। কোরবানির ঈদকে সামনে রেখে বেচাকেনার আশা করলেও করোনাভীতি ও বৃষ্টির কারণে বেচাকেনা শুধু নামেই হচ্ছে। আজ মার্কেট বন্ধ না থাকলেও দেখে মনে হয় বন্ধের মতোই অবস্থা।

সরেজমিনে দেখা যায়, নিউমার্কেটের ভেতরে প্রবেশ করেছে বৃষ্টির পানি, হাঁটার রাস্তায়ও পানি, বারান্দা উপচে কোনো কোনো দোকানে প্রবেশ করেছে পানি। দোকানিরা বেচাকেনার চেয়ে বৃষ্টির পানিতে পণ্যসামগ্রী ভিজা থেকে রক্ষা করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মার্কেটের অন্যান্য গেটের সামনে রাখা জীবানুনাশক ঘর ফাঁকা পড়ে আছে।

এক দোকানী জানান, আশা করলেও বেচাকেনা নেই।

এক দোকান কর্মচারী বলেন, বেচাকেনা না থাকায় দোকান আমাদের বেতন অর্ধেক করে দেয়া হয়েছে। ব্যবসার যে অবস্থা তাতে অর্ধেক বেতনও দিতে পারবে কি না, তা নিয়েই সন্দেহ রয়েছে।’