শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > গাজীপুরে প্রগতিশীল ছাত্র জোটের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

গাজীপুরে প্রগতিশীল ছাত্র জোটের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে প্রগতিশীল ছাত্র জোটের আয়োজনে আজ রোববার সকালে গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

বিক্ষোভ কর্মসূচি পালনকারীরা বর্তমানে দেশে স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা দূর করা, চিকিৎসাবিহীন মৃত্যু বন্ধ, জেলায় জেলায় পিসিআর ল্যাব তৈরি, করোনা টেস্ট বৃদ্ধি, সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এক বছরের ফি মওকুফ, প্রয়োজনীয় আয়োজন ছাড়া অনলাইনে ক্লাস বা পরীক্ষা নেয়া বন্ধ, সকল দুর্নীতি বন্ধ, বেসরকারি শিক্ষকদের আর্থিক সহায়তা প্রদান, জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে শতকরা ২০ ভাগ বরাদ্দ করাসহ বিভিন্ন দাবী জানান।

এসময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা আফরোজ আশা, গাজীপুর মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি মাধব চন্দ্র মন্ডল, ছাত্র ইউনিয়ন গাজীপুর জেলার সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, সজীব সর্দার, মিশান পালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।