রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গাজীপুর-৪ কাপাসিয়া আসন সিমিন হোসেন রিমি বেসরকারিভাবে নির্বাচিত

গাজীপুর-৪ কাপাসিয়া আসন সিমিন হোসেন রিমি বেসরকারিভাবে নির্বাচিত

শেয়ার করুন

কাপাসিয়া প্রতিনিধি ॥ জাতীয় সংসদ নিবাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকন্যা সিমিন হোসেন রিমি (নৌকা প্রতীক) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলার ১১ ইউনিয়নের ১১৭টি কেন্দ্রের মধ্যে সিমিন হোসেন রিমি পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৮৮৭ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মিয়া মো. আনোয়ার হোসেন (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ৭ হাজার ৮৩৩ ও বিএনএফ এর মনোনীত প্রার্থী মো. সারোয়ার-ই কায়নাদ (টেলিভিশন) ১ হাজার ৬২৬ ভোট পেয়েছেন। রাত ৮টায় সহকারী রিটানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন আলী ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে শতকরা ৫৩ ভাগ ভোট পড়েছে।
বিরোধী দলের টানা অবরোধ ও হরতাল চলাকালীন গাজীপুর-৪ কাপাসিয়া আসনে দশম সংসদ নিবাচন কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন সম্পন্ন হয়। তবে ভোটারদে মধ্য ভোটের আমেজ ছিল কম। সকালে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বারার সাথে সাথে ভোট কেন্দ্রগুলিকে ছিল নারী পুরুষ ভোটারদের ভিড়। তবে দুপুরের পর ভোটকেন্দ্রগুলি ভোটার শুন্য দেখা যায়। সকালে কাপাসিয়া বাজারে নির্বাচন প্রতিরোধকারীরা পর পর ৩টি ককটেল ফাটিয়ে আতংক সৃস্টি করে। উপজেলার চাদপুর ইউপি আওয়ামীলীগের সহসভাপতি আ: আউয়াল এর একটি খড়ের পাড়াও কোট বাজালিয়া বাজারের কাছে রাস্তার পাশে একটি খরের পাড়ায় দুবৃত্তরা আগুন দেয়। পরে এলাকাবাসী আহুন নিভিয়ে ফেলে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। এদিকে ঈদগাহ উচ্চ বিদ্যালয়ে নির্বাচন বিরোধীরা সাধারন ভোটারদেরকে ভোট দানে বাধা প্রদান করেছে বলে ভোটাররা অভিযোগ করেন। তাছাড়া ঈদগাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শেরপুর জেলার সহকারী পুলিশ সুপার শাহীনুরের পিতা উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে স্থানীয় কয়েকজন বিএনপির নেতা কর্মীরা নির্বাচন প্রতিরোধ কর্মসুচি পালন করেন। উত্তর খামের দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে বিকেল পেীনে ৪টার দিকে একটি ককটের বিস্ফোরণ ঘটে। সকাল সাড়ে ৮টায় আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি তার নিজ বাড়ি দরদড়িয়া প্রাইমারী স্কুল ভোট কেন্দ্রে ভোট প্রাদান করেন। জাতীয় পার্টির প্রার্থী মিয়া মো: আনোয়ার হোসেন তার নিজ কেন্দ্রে কাজলাদীঘি সরকারী প্রথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন, বিএনএফ এর প্রার্থী সারোয়ার-ই কায়নাত তার নিজ কেন্দ্র খিরাটি সাহেব আলী বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন। বিএনএফর প্রাথী মো: সারোয়ার-ই-কায়নাদ দুপুরে সাংবাদিকদের বলেন ভোট সুষ্ঠ ভাবে চলছে। কিন্তু এর পরই জাপার প্রার্থী মিয়া মো: আনোয়ার হোসেন ভোটের কারচুপির, ৫০টি কেন্দ্রে এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ এনে নির্বাচন বয়কোট করেন।